টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের ওপর আবারো গাছ ভেঙে পড়েছে। এতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল সড়কটিতে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গতকাল রোববার সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের কাটাখালি এলাকায় সড়কের পাশের বড় একটি রেইন ট্রি (শিশু গাছ) হঠাৎ ভেঙে সড়কে পড়ে। বেলা পৌনে ১২টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার এন্ড সিভিল ডিফেন্স গিয়ে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রাঙ্গুনিয়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। গাছটি কেটে খন্ড করে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুইদিনে রাঙ্গুনিয়ার অন্তত ৮টি স্থানে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন হয়। ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেললে এসব ঝামেলা এড়ানো সম্ভব।
এর আগে গত শনিবার সকালে কাপ্তাই সড়কের রাউজানের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় একটি বড় আকাশমনি গাছ সিএনজিচালিত টেক্সির ওপর পড়ে। এতে চালক ও এক যাত্রী আহত হয়। এর আগেরদিনও একই সড়কের ইমাম গাজ্জালী কলেজ এলাকায় আরও একটি গাছ ভেঙে পড়েছিল।