চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) উন্নয়ন কাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার ১১০০ মি.মি. ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আগ্রাবাদসহ অন্তত ১৮টি এলাকায় পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবার (৯ মার্চ) চট্টগ্রাম ওয়াসা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে পিজিসিবির ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির সময় এই দুর্ঘটনা ঘটে।
ওয়াসা জানায়, ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ের মধ্যে মেরামতের কাজ চলছে। তবে এই পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত পানির অভাবে হালিশহর, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পোস্তারপাড়, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় জলসংকট তৈরি হতে পারে।
এদিকে, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খাল খনন প্রকল্পের কাজ চলাকালে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার আরেকটি প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেসময় নগরবাসীকে প্রায় এক সপ্তাহ পানির সংকটে ভুগতে হয়েছিল।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওয়াসার প্রধান সঞ্চালন লাইন একের পর এক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তির শঙ্কায় রয়েছেন নগরবাসী। তবে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব পানি সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।