চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার দিনগত (৯ নভেম্বর) রাত ১টার দিকে ইপিজেড থানাধীন ফ্রি-পোর্ট বে-শপিং অংশে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতার উজ্জামান।
তিনি জানান, ‘আমি এখন ঘটনাস্থলে আছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে দুই মোটর সাইকেল আরোহী মারা গেছেন। কোন গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না।’
তবে তাৎক্ষণিক ভাবে পুলিশ জানায় নিহত দুই জনের একজন রুবেল (৩৬) ও মোক্তার (২৮)। দুজনের বাড়িই নগরীর সদরঘাট এলাকা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
ঘটনাস্থল থেকে ইপিজেড থানার এসআই কামাল উদ্দিন বলেন, যতটুকু জানতে পেরেছি পতেঙ্গা প্রান্ত থেকে দুই মোটরসাইকেল আরোহী এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ফ্রী পোর্ট বে-শপিং অংশে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়ক বাতিতে ধাক্কা লেগে ভয়াবহ দূর্ঘটনা ঘটে। এতে দুজনেই ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ প্রসঙ্গে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতার উজ্জামান বলেন, ‘দু জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে’
প্রসঙ্গত, নগরীবাসী ও যাত্রীদের অভিযোগ রয়েছে,
যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর হতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। তবে একাধিকবার ছিনতাই, ডাকাতি ও সুতা বেঁধে দিয়ে সড়কে দুর্ঘটনার হয়েছে বলেও খবর প্রকাশিত হয়।