ভারত রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় আবারও অস্থির হতে শুরু করেছে পেঁয়াজের বাজার। গতকাল পাইকারীতে আগের দিনের তুলনায় দাম কিছুটা স্থিতিশীল হলেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৬৫ থেকে ৭০ টাকায়। হঠাৎ করে আবার পেঁয়াজের দাম উর্ধ্বমুখী হওয়ায় ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছে। গতকাল নগরীর খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৩ টাকা পর্যন্ত।
কাজীর দেউরি হক ভান্ডার ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রেতা মো. মিজানুর রহমান বলেন, পাইকারীতে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। আমরা দুই এক বস্তা পেঁয়াজ এনে ২–৩ টাকা লাভে বিক্রি করি।
উল্লেখ্য, গত শনিবার ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আমাদের দেশে পাইকারী ও খুচরায় পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে।
জানা গেছে, শনিবার যে পেঁয়াজের পাইকারি বাজার ছিল ৪০ থেকে ৪২ টাকা, গতকাল সোমবার সেই পেঁয়াজ প্রকারভেদে পাইকারদের নিতে হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজিতে। একদিনের ব্যবধানে বন্দর বাজারে আমদানিকারকরা পেঁয়াজ বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকা বেশি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।