আবারও অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ইয়ানিক সিনার। এবার মেলবোর্নে তার হাতে স্বপ্ন ভাঙলো আলেকজান্ডার জভরেভের। দ্বিতীয় বাছাই জভরেভকে গতকাল রোববার আসরের ফাইনালে ইতালিয়ান শীর্ষ বাছাই সিনার ৬–৩, ৭–৬ (৭–৪), ৬–৩ গেমে হারান। মাদক সংক্রান্ত অভিযোগ মাথায় নিয়ে গতকাল সিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। আর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন টানা দ্বিতীয়বারের মতো। অন্যদিকে জভরেভ হারলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্র্যান্ড স্ল্যাম জেতা শুরু করেন সিনার। এরপর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি। এবার তৃতীয় ফাইনাল খেলতে এসেও শিরোপা উৎসব করলেন এই ২৩ বছর বয়সী তারকা।টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে একটি রেকর্ডে নাম লিখিয়েছেন সিনার। একবিংশ শতাব্দীর চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা দুইবার এই শিরোপা জিতলেন তিনি। তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন তিন কিংবদন্তি আন্দ্রে আগাসী, রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। গতকাল ফাইনালে দারুণ শুরু পান সিনার। তার প্রথম সার্ভটি হয় ‘এইস’। প্রথম সেট ৬–৩ গেমে জিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন জভরেভ। টাইব্রেকার পর্যন্ত সেট গড়ালেও শেষ পর্যন্ত পেরে উঠেননি জার্মান তারকা জভরেভ। আর তৃতীয় সেট ৬–২ গেমে জিতে জভরেভের স্বপ্ন ভাঙেন সিনার।