আবহাওয়ার আগাম পূর্বাভাস পেলে জীবন ও সম্পদহানি কমবে

ফিরোজশাহ বালিকা বিদ্যালয়ে আবহাওয়া ক্লাব উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আবহাওয়া ক্লাব উদ্বোধন করা হয়। গত ২২ জুলাই জার্মান ফেডারেল ফরেন অফিসের (জিএফএফও) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহায়তায়, রিজওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) কারিগরি সহায়তা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার বাস্তবায়ণে আবহাওয়া ক্লাব উদ্বোধন হয়। দেশের দ্বিতীয় আবহাওয়া ক্লাব (মেট ক্লাব) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।

প্রধান অতিথি ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক। বিশেষ অতিথি চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, মো. রহমত উল্ল্যাহ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সেভ দ্য চিলড্রেন, মো. কামরুল ইসলাম, উপ পরিচালক আবহাওয়া অধিদপ্তর, . আবুল কালাম মল্লিক, হাফিজ আহমেদ উপ পরিচালক সিপিপি। উদ্বোধন করেন ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। এতে মাইলস্টোন বিদ্যালয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মেট ক্লাব উদ্বোধন করা হয়। এ সময় মেট ক্লাবের সদস্যরা মেট ক্লাব পরিচালনাসহ ভিডিও প্রদর্শনের মাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরেন। মেট ক্লাব উদ্বোধন শেষে শাহরিয়ার আকাশ ও সাবিকুন নাহারের পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় আগাম প্রস্তুতি (এ্যান্টিসিপেটরি এ্যাকশন) বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক চেতনার উন্মেষ ঘটিয়েছে। আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশে ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত, খরা, পাহাড় ধস প্রায়শই মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে আমরা যদি আগাম পূর্বাভাস বুঝতে শিখি এবং সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারি, তাহলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

তিনি বলেন, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়া বিষয়ক জ্ঞান অর্জন করবে, আগাম সতর্কতা সম্পর্কে জানতে পারবে এবং তা শিক্ষার্থী, পরিবার, প্রতিবেশী এবং সমাজে ছড়িয়ে দিতে পারবে। এক্ষেত্রে দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা হতে পারে পরিবর্তনের হাতিয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নত জাতি গঠনের একমাত্র হাতিয়ার বই
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার