আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তবে বুয়েটে বড় সন্তানকে পাঠিয়ে অকালে হারানোর পর ছোট সন্তানকে পড়তে দেবেন কি না, তা নিয়ে সংশয়ে আছেন মো. বরকত উল্লাহ। খবর বিডিনিউজের।

আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী। ২০১৯ সালে ছাত্রলীগের এক দল নেতা-কর্মী হলের মধ্যে তাকে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে আদালতের রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন দণ্ড হয়েছে ৫ জনের। তখন ফাইয়াজ ঢাকা কলেজে পড়তেন। ভাইকে হারানোর পর নিজের বাড়িতে ফিরে গিয়ে কুষ্টিয়া কলেজে ভর্তি হন তিনি। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় অংশ নেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় ৪৫০তম হয়ে যন্ত্র কৌশল বিভাগে ভর্তি হওয়ার জন্য বিবেচিত হয়েছেন ফাইয়াজ। এরপর তার বাবা বরকত উল্লাহ বলেন, রাত ৯টার দিকে রেজাল্ট জানতে পারলাম। বুয়েটের কথা শুনলে বুকটা কেঁপে ওঠে। ছোট ছেলেকে ওখানে ভর্তি করাব কি না, এখনও সিদ্ধান্ত নিইনি। ইতোমধ্যে তাকে গাজীপুরের আইইউটিতে ভর্তি করা হয়েছে। তারপরও আমরা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব, বুয়েটে ভর্তি করাব কি না?

পূর্ববর্তী নিবন্ধকোরবানির পশুর চামড়া সংরক্ষণের নির্দেশ শিল্প মন্ত্রণালয়ের
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ গ্রেপ্তার ৪