পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এ পিঠা উৎসবে ৬০টি বৃহত্তম স্টল অংশ নেয় এবং একে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে গ্রামীণ হারিয়ে যাওয়া বিভিন্ন পিঠাপুলির পাশাপাশি বর্তমান সময়ের আধুনিক পিঠাপুলিও স্থান পায় এ উৎসবে। এক একটি স্টলে ১০–৩৫টি নানা পিঠাপুলি নিয়ে শিক্ষার্থীরা উৎসবে অংশ নেয়।
পিঠা উৎসব পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, সরোজিৎ দাশ গুপ্ত, উৎসবের বিচারক হিসেবে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ বেগম, নুরুল আবছার, শিউলি রানী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা বলেন, পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন। পিঠা উৎসবের মাধ্যমে গ্রামীণ নানা আকর্ষণীয় পিঠাপুলি তৈরী ও বিক্রয় এবং প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।











