পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ। বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফ–এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠান তোমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সূচনালগ্ন। এখান থেকেই তোমাদের স্বপ্ন গড়ার পথচলা শুরু। এই বিদ্যালয়ের রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য।











