আবদুস সালাম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মুন্নার পিতা দোহাজারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সালাম চৌধুরী (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সাতকানিয়ার খাগরিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে আছর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পলাতক ৩ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরীর ইন্তেকাল