ইসলামিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব আবদুস সবুর খানের ১ম নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বাদে জোহর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। বাদে আছর পটিয়ার পাইরোলস্থ তাঁর নিজ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, আবদুস সবুর খান গত ১৬ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন–ইসলামিক ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআত, যুব ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।