পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস সবুর (৮৫) বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ……রাজেউন। তিনি ৭ ছেলে, ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৩ জানুয়ারি বাদ জোহর নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমদ এমপি, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি, দক্ষিণজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।