নগরীর খুলশী কলোনীস্থ হাজি আবদুল হান্নান স্মৃতি সংসদ আয়োজিত আবদুল হান্নান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত রোববার রাতে খুলশী কলোনীস্থ মাঠে শুরু হয়েছে। হাজি আবদুল হান্নান পরিবারের সদস্যরা এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ হান্নান, সাব্বির হান্নান, আরিফ হান্নান, ফয়সাল হান্নান এবং পলাশ চৌধুরী। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। প্রতিবারের মত এবারের টুর্নামেন্টেও আকর্ষনীয় পুরষ্কার রয়েছে বিজয়ীদের জন্য। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বেশ কয়েকটি ম্যাচ সম্পন্ন হয়েছে।