আলে রাসুল (দ.), গাউছুল ওয়ারা মাওলানা শাহসুফী সৈয়দ আবদুল হাদীর (কঃ) ৫৩তম বার্ষিক ওরশ ও গাউসুল আযম মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান (ক.) প্রকাশ বাবা ভান্ডারীর খোশরোজ শরীফ গতকাল রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রিয় পরিষদের ব্যবস্থাপনায় ও কেন্দ্রিয় পরিষদের সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারীর পরিচালনায় মাহফিলে সদারত করেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মনজিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দঃ) হাদী মনজিলের সাজ্জাদানশীন মাওলানা শাহ্সুফী সৈয়দ মঈনুল কবির (মা.) মাইজভান্ডারী। প্রধান বক্তা ছিলেন শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফী আল্লামা সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী (ম,) শাহসুফী শাহজাদা সৈয়দ তাজবীর হাদী মাইজভান্ডারী (মা.)।
আরো উপস্থিত ছিলে মুফতি মাওলানা কাজী শফিউল আলম জিহাদী, মাওলানা নিজাম উদ্দিন চিশতি, মাওলানা আবদুর রহমান রশিদী মাইজভান্ডারী, জমিয়তে মঈনুল হাদী মাইজভান্ডারী চট্টগ্রাম মহানগর সভাপতি ইমাম শরীফ মাইজভান্ডারী, মো. আলমগীর চেয়ারম্যান, ড. হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর শাহ মো. শরীফ মাইজভাণ্ডারী, মানিক দেওয়ান, মিশকাত শাহ মাইজভান্ডারী, আব্দু সালাম মাইজভান্ডরী, আবুল কালাম মাইজভান্ডারী, আবু জাফর শাহ্ মাইজভান্ডারী, আবুল হোসেন ভান্ডারী, হযরত ভান্ডারী, মঞ্জু, মো. মহিউদ্দিন ভান্ডারী, জিয়াউল আজিম, সুমন মাইজভান্ডারী, এস এম সাজ্জাদ আলাম মুন্না, আব্দুর রহিম, ফারুক, মো. মোরশেদ, হাসান সওদাগর, ডা. মোহাম্মদ সুলতান প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন সৈয়দ মঈনুল কবির (মা.) মাইজভান্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।