মাওলানা শাহসুফী সৈয়দ আবদুল হাদী (ক.) এর ৫১ তম বার্ষিক ওরশ ও গাউসুল আজম মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ গত বৃহস্পতিবার মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মনজিলে অনুষ্ঠিত হয়েছে। এতে দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, ছামা মাহফিল, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রিয় পরিষদের ব্যবস্থাপনায় ও কেন্দ্রিয় পরিষদের সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভাণ্ডারীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাদী মনজিলের সাজ্জাদানশীন আওলাদে রাসুল (দ.) মাওলানা শাহসুফী সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারী (মাজিআ)।
প্রধান বক্তা ছিলেন শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফী আল্লামা সৈয়দ তানভীর হাদী মাইজভাণ্ডারী (মাজিআ), শাহসুফী শাহজাদা সৈয়দ তাজবীর হাদী মাইজভাণ্ডারী (মাজিআ)। আরও উপস্থিত ছিলেন জমিয়তে মঈনুল হাদী মাইজভাণ্ডারী চট্টগ্রাম মহানগর সভাপতি ইমাম শরীফ, খাদেম আবুল কালাম, আবু জাফর শাহ, আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর, জসিম উদ্দিন মোল্লা চেয়ারম্যান, আব্দুস সালাম, মিশকাত, মানিক দেওয়ান, আবুল হোসেন ভাণ্ডারী, মো. শরীফ, মো. ফোরকান, ইলিয়াছ বাবুর্চি, মুন্না, ডা. সুলতান, মহিউদ্দিন হালিশহর, মঞ্জু, জিয়াউল আজিম সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











