ঢাকা ব্যাংক লিমিটেডের ৪০১ তম বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবদুল হাই সরকার পুনঃনির্বাচিত হয়েছেন। শিল্পপতি আবদুল হাই সরকারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান পূর্বাণী গ্রুপ। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক চেয়ারম্যান; বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংকসের (বিএবি) সাবেক সহ সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইইউবি) এর এডুকেশন, সাইন্স, টেকনােলজি এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর বর্তমান চেয়ারম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ঢাকা ও চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য।
উক্ত বোর্ড সভায় জসিম উদ্দিন পরিচালনা পর্ষদের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। জসিম ঢাকা ব্যাংকের অন্যতম স্পন্সর ডিরেক্টর। তিনি ইমপেল শেয়ার ও সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক, রফিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের শেয়ারহোল্ডার। প্রেস বিজ্ঞপ্তি।