চন্দনাইশের বরকল আবদুল হাই–আনোয়ারা বেগম বালিকা বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার লক্ষ্যে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। গতকাল শনিবার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. আবদুল ওয়াজেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির আহমদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চবি অধ্যাপক সুলতান আহমদ, সহকারী কলেজ পরিদর্শক ফজলুল হক, শিল্পপতি সাহাবুদ্দিন, মাহাবুর রহমান শিবলী, নাজমুন মাহফুজ, চেয়ারম্যান আবদুর রহিম, আবদুস শহিদ মাসুদ, কবি অভিক ওসমান, অ্যাড. সোহানা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির। উপস্থিত ছিলেন বলরাম চক্রবর্তী, মাস্টার আহসান ফারুক, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, মো. কাশেম, ইয়াছিন চৌধুরী দুলাল প্রমুখ। সভায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।