আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:১৫ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২২ সালের ২৪ আগস্ট রাউজানের নোয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৭২ বছর বয়সে ১৯৯৪ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর মাতা মোমেনা খাতুন চৌধুরী ও পিতা আলহাজ সরফুদ্দিন ইঞ্জিনিয়ার দানশীল ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন। ১৯৩০ সালে নিজস্ব অর্থায়নে নোয়াজিশপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মূলধারার সংগঠক আবদুল হক চৌধুরী বায়ান্নের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম যোদ্ধা ছিলেন। আবদুল হক চৌধুরীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। তিনি গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন। এবার তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ, কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা বেবী চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অধ্যাদেশ এখন আইন হচ্ছে