চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রথম সভাপতি আবদুল লতিফ উকিলের ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্টের উদ্যোগে চট্টেশ্বরী রোডস্থ কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. সামসুদ্দীন চৌধুরী। প্রাক্তন ছাত্রনেতা সোলায়মান খানের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। বক্তব্য রাখেন মাজাহারুল হক শাহ্ চৌধুরী, গিয়াস মোহাম্মদ দিলদার, অ্যাডভোকেট সৈয়দ এহতেশামুল হক, অ্যাডভোকেট জাফর আহমদ, সাজিদুল আনোয়ার, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। প্রেস বিজ্ঞপ্তি।