সাতকানিয়া উত্তর কালিয়াইশ নিবাসী আবদুল মোতালেব (৭০) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাত ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি–নাতনি, আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বাদ জোহর স্থানীয় বায়তুন নুর জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।