চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা আবদুল মালেক শাহ রাহে ভাণ্ডারীর বার্ষিক ওরছে হায়াতী কাল সোমবার বোয়ালখালী কধুরখীলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে–কোরআন খতম, যিকির, গিলাফ পরিধান, নিয়াজ কোরবানি ও ছামা মাহফিল। ওরশে আগত ভক্তদের উদ্দ্যেশে তকরির পেশ করবেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। ওরশে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












