আবদুল মালেক মিন্টু

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সম্বন্ধী ভাই মুহাম্মদ আব্দুল মালেক হান্নান মিন্টু (৬৫) গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। গতকাল ইফতার শেষে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করলে তাকে দ্রুত পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তাররা রেফার করলে চমেক হাসপাতালে ১৪নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনী, ভাইবোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। গতকাল রাত সাড়ে ১০টায় পটিয়ার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুল মালেক মিন্টুর ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়ার ভাইসচেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্মমহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজাফরাবাদ কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত
পরবর্তী নিবন্ধকাউন্সিলর এসরালের পিতার ইন্তেকাল