বাঁশখালী আবদুল মাবুদ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ১৮ মে চাঁদপুর কিউএইচআরডিইউ আলীম মাদ্রাসা মিলনায়তনে মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা হাফেজ আহমদ, উপাধ্যক্ষ মৌলানা আবু নাছের। বক্তব্য দেন, মাওলানা ইব্রাহিম রহমানী, মাওলানা মহি উদ্দীন, মাস্টার আহমদ কবির, নুপুর কান্তি দাশ, আবুল কালাম, আকরব খান, মোহাম্মদ আলী, শেখ মহি উদ্দীন, জানেউল আলম, মাওলানা নেজাম উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, মরহুম আবদুল মাবুদ সওদাগর ছিলেন একজন দানবীর। জীবদ্দশায় তিনি অনেক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন এলাকায়। প্রেস বিজ্ঞপ্তি।








