আবদুল ভূইয়া স্মৃতি সংঘ ও বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের গ্রুপ পর্বের খেলায় জয় পেয়েছে আবদুল ভূইয়া স্মৃতি সংঘ ও বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবদুল ভূইয়া স্মৃতি সংঘ ৬১ রানে এ.জে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবদুল ভূইয়া স্মৃতি সংঘ ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে এ.জে ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের ফাহিম ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন হাজেরা তজু কলেজ এর সহকারী অধ্যক্ষ ওহিদুল আলম। দিনের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে নাইট অব চট্টগ্রামকে পরাজিত করে। টসে জিতে নাইট অব চট্টগ্রাম ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের ওসামা ১৯ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ এর গণিত বিভাগের অধ্যাপক মো. শাহ জালাল।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া গোল্ডকাপ ফুটবলে মোহাম্মদনগর জয়ী
পরবর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র দ্বিতীয় জয়