চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মো. আবদুল বারী (৭৯) বার্ধক্যজনিত কারণে গত ১৭ নভেম্বর রাতে নগরীর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বাদে জোহর উপজেলার হাশিমপুরস্থ ভাই খলিফাপাড়া রহমানিয়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম প্রমুখ।