পেকুয়ার সমাজ সেবক ও মগনামার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সন্তান দানবীর আবদুল গণি চৌধুরী (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত ২৫ এপ্রিল রাত সাড়ে ১০ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ সন্তান ও ৪ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। মরহুম আবদুল গণি চৌধুরী মগনামার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির জমিদার শেখ আবদুল আজিজ চৌধুরী সন্তান। তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামালের পিতা। গতকাল দুপুর ২ টায় মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।