আবদুল খালেক তালুকদার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভা ৯ ওয়ার্ড ইছামতী গ্রামের বাসিন্দা পৌরসভা আওয়ামী লীগের সদস্য আলম শাহ তালুকদারের পিতা আবদুল খালেক তালুকদার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাহাতিয়া দরবারের ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা আজিজ আহমেদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধনীতি ও সততার প্রশ্নে আপসহীন ছিলেন মাহাবুব চেয়ারম্যান