কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে বড় পীর আবদুল কাদের জিলানী (রাহ.)’র ওফাত বার্ষিকী উপলক্ষে ইছালে সাওয়াব মাহফিল গত ২৮ অক্টোবর আখেরি মোনাজাতের পূর্বে জাকেরীনদের উদ্দেশে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, শরিয়ত ও তরিকত জগতের সম্রাট আবদুল কাদের জিলানী (রাহ.) এর শিক্ষা ও আদর্শ যুগে যুগে সঠিক পথের দিশা দিয়ে আসছে। তাঁর অপরিসীম জ্ঞানের পরিধি, ভাষার মাধুর্যতায় মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেছেন। মুসলিম উম্মাহ আজ গভীর ক্রান্তিলগ্ন পার করছে। গত ২৭ অক্টোবর সকাল থেকে খতমে কোরআন, সূরা আনআম, খতমে খাজেগান, খতমে বুখারী শেষে বাদ মাগরিব আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে তাকরির পেশ করেন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আল আজহারী, ড. মাওলানা শহীদুল ইসলাম বারকাতি, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনূর রশীদ নূরী, অধ্যক্ষ মওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দীন, অধ্যক্ষ মাওলানা আবদুল কাদের, অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, খতিব মাওলানা রিদওয়ানুল হক, মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, মাওলানা লোকমান হাকীম, অধ্যক্ষ মাওলানা নূরুল আলম ফারুকী, মাওলানা কাজী জাফর আহমদ, মাওলানা জিয়াউল হক আনছারী প্রমুখ। শেষে দেশ–জাতি ও মুসলিম উম্মাহর সুখ–সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজত পরিচালনা করেন রাহবারে বায়তুশ শরফ। মাহফিল সঞ্চালনায় ছিলেন কাজী মাওলানা শিহাব উদ্দিন, মুহাম্মদ শহীদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।