আবদুল কাদের জিলানী (রহ.) মাদরাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি ২০২২ এ বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) সুন্নিয়া মাদরাসার আটজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা সুপার মাওলানা নূর মুহাম্মদ কাদেরী, সহ সুপার শহীদুল ইসলাম কাদেরী, সহ শিক্ষক মাওলানা শওকত আলী, সহ শিক্ষক (নূরানী বিভাগ) আরমানুল হক আজীজ, সহ শিক্ষক (নূরানী বিভাগ) এস এম আরফাত হোসেন সিরাজী, সহ শিক্ষিকা রুহিন জান্নাত আঁখি, তাসনুভা আহমেদ, ইসরাত সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার সুপার বলেন, ছোট্ট সোনামণিদের পরম মমতা ও আদর দিয়ে পাঠদান দিলে তাঁরা বিষয়গুলো সহজে অনুধাবন করতে পারে।

এজন্য শিক্ষকমন্ডলীদের উচিত কঠোরতা পরিহার করে ভালবাসা ও পরম আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাদান দেওয়া। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জসিম উদ্দীন আমজাদী শিক্ষার্থীদের সোনালী অর্জনের জন্য শিক্ষকদের ও অভিভাবকদের অক্লান্ত শ্রম ও মেধার বিকাশ ঘটিয়ে নতুন প্রতিষ্ঠানকে নবরূপে আলোকিত প্রতিষ্ঠান গড়ার ঐকান্তিক প্রচেষ্ঠাকে সাধুবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে মাদরাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজি আহসান উল্লাহ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড