আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাদ মাগরিব হতে এশা পর্যন্ত পবিত্র গেয়ারভী শরীফ, আবদুল কাদের জিলানী (রঃ)’র ফাতেহা-ই-ইয়াজদহ্ম এবং হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রঃ)’র মা ছাহেবানের ফাতেহা শরীফ উদযাপিত হয়।
বক্তারা বলেন, আবদুল কাদের জিলানী (রা.)’র আবির্ভাব ছিলো অন্ধকার পৃথিবীতে এক নব-সূর্যের উদয়। তাঁর আগমনে মৃত প্রায় ইসলাম পুনরুজ্জীবিত হয়ে উঠে। এজন্য ‘মুহিউদ্দিন’ নামে লকব তাঁর নামের সাথে শোভিত-যুক্ত হয়েছে। ইলমে শরিয়তের পান্ডিত্য অর্জন সত্ত্বেও এ শিক্ষায় তিনি পরিপূর্ণ তৃপ্ত হতে পারেননি। হযরত আবদুল কাদের জিলানী (রহ.) প্রবর্তিত এ সিলসিলাহ্ এ দেশে প্রচারে প্রধান ভূমিকা রাখেন আরেকজন আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.), তিনি পর্দা করার পর তাঁর সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) বাংলাদেশের বিভিন্নস্থানে এ ত্বরীকার প্রসার ঘটান। আবদুল কাদের জিলানী (রহ.)’র শিক্ষা জীবনে ধারণ করে অন্তর আত্মা পরিশুদ্ধ করে প্রিয়নবীর সন্তুষ্টি অর্জনে আমরা নিজেদেরকে যাতে গড়ে তুলতে পারি। এতে আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী সামশুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মুফতি ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, শেখ নাসির উদ্দিন আহমেদ, মুহাম্মদ তৈয়বুর রহমান, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন প্রমুখ। বাদ ফজর হতে কোরআন খতম, খতমে মুজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাঃ), খতমে বোখারী শরীফ ও খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। শেষে এ মহান দিবস উপলক্ষে বিশেষ দোয়াসহ দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত শেষে তাবাররুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।