নগরীর পাহাড়তলীস্থ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৯ নভেম্বর সন্ধ্যায় দি নিউ ইলেভেন স্টার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। মো. খায়রুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম, এস.এম জিয়াউল হুদা, লায়ন হাজী মো. ইউসুফ শাহ, মো. দিদারুল ফেরদৌস দিদার, ইদ্রিস মো. নুরুল হুদা, মো. শাহজাহান চৌধুরী, নুরুল আলম, মো. ইউসুফ চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণ স্থানীয় বিরোধ নিষ্পত্তি, জন নিরাপত্তা রক্ষা, এলাকা পরিছন্ন ও মশকমুক্ত রাখায় ভূমিকা রাখবেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন। আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের ২০২৫–২০২৬ মেয়াদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবদুল আলী হাট জামে মসজিদের খতিব মাওলানা শরিফ মুহাম্মদ সোলাইমান আল হাসানী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রিয়াজুল ইসলাম ভুট্টো ও মো. আবদুর রব বিজয়। প্রেস বিজ্ঞপ্তি।