চন্দনাইশ সাতবাড়িয়া ইউনিয়ন আ.লীগের আহবায়ক, সাবেক ব্যাংক কর্মকর্তা অধ্যাপক মো. আবদুল আলীম (৬২) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রশিদিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।










