আবদুল অদুদ চৌধুরীর মহৎ আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে

স্মরণ সভায় গিয়াস কাদের চৌধুরী

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গতকাল শনিবার রাউজান উপজেলার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ ফরিদুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন এস.এম জাহেদুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, আবদুল অদুদ চৌধুরী শুধু নিজ এলাকায় নয় বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় আর্থিকভাবে এগিয়ে গেছেন। তাঁর নিরব দানে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দেশ, সমাজ ও মানবতার কল্যাণে ভূমিকা পালন করছে। তাঁর এই মহৎ আর্দশকে ধারণ করে একটি অসামপ্রদায়িক দেশ গড়ার জন্য তিনি নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ট্রাক থামিয়ে তিন শ্রমিককে অপহরণ
পরবর্তী নিবন্ধসিরাজুল আলম খানের দর্শন ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : রব