চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে প্রয়াত ভাষা সৈনিক আবদুল্লাহ আল হারুন, সাবেক সফল মন্ত্রী এম.এ.মান্নান ও শহীদ মুরিদুল আলম স্মরণে সভা গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এ.এম.মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খানের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড.মুজিবুল হক চৌধুরী,পরিষদের প্রধান সমন্বয়ক জেসমিন সুলতানা পারু, মুক্তিযোদ্ধা আবুল বাশার ভুঁইয়া, দক্ষিণজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী,বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,অধ্যাপক ফজলুর রহমান,একেখান গ্রুপের মহাব্যবস্থাপক এমরান মিয়া,প্রকৌশলী শহীদুল আলম,প্রফেসর ড.ওমর ফারুক মিয়াজী,অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন,খুরশিদ রোকেয়া, মেহেরাজ তাসিন শফি,অ্যাড.নাসির উদ্দীন চৌধুরী,অ্যাড.নাসরিন আকতার চৌধুরী,হারুন গফুর ভুঁইযা,তারেক ইফতেখার ইফু,ইসমাইল হোসেন, আবু মোহাম্মদ আরিফ,বিজয় শংকর দত্ত, মেজবাহ উদ্দীন লিটন,লায়ন আবদুল কাইয়ুম,আসিফ ইকবাল, অচিন্ত্য কুমার দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন ভাষা ও স্বাধীনতা সংগ্রামী আবদুল্লাহ আল হারুন একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ ছিলেন । তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বক্তারা আরো বলেন,সাবেক মন্ত্রী এম. এ.মান্নান চট্টগ্রামের আওয়ামী রাজনীতির কিংবদন্তীতুল্য নেতৃত্ব ছিলেন। এম. এ.মান্নানের মত রাজনীতিবিদ এ যুগে বিরল। নেতৃবৃন্দ বলেন,শহীদ মুরিদুল আলম রাজনৈতিক মেধা দিয়ে বঙ্গবন্ধুকেও আকৃষ্ট করেছিল। তিনি ছিলেন এক নির্লোভ, নির্মোহ ও অসাধারণ দেশপ্রেমিক। প্রেস বিজ্ঞপ্তি।