আবদুল্লাহ আল নোমান মৎস্য খাতের উন্নয়ন ও সমপ্রসারণে ভূমিকা রেখেছিলেন

আলোচনা সভায় সাঈদ আল নোমান

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

ইস্টডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বাংলাদেশে মৎস্য সেক্টরের উন্নয়ন ও সমপ্রসারণে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি, মা ইলিশ সংরক্ষণ ও জাটকা বিরোধী কার্যক্রমে তিনি যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। তিনি জাতীয় মৎস্য নীতি প্রণয়ন করেছিলেন এবং চট্টগ্রামের হালদার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্প গ্রহণ করেছিলেন।

গতকাল সোমবার আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে সহকারী মৎস্য কর্মকর্তা ও পরিদর্শক কল্যাণ সমিতির উদ্যোগে শোক সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং মঞ্জুর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক মঈন উদ্দীন আহমদ, সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসাইন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর একান্ত সচিব নুরুল আজিম হিরু, মৎস্য কর্মকর্তা শওকত কবির, জহিরুল হক, কে এম গুলজার হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধউপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটিকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি