আবদুল্লাহ আল নোমান ছিলেন চট্টগ্রামের নেতাদের নেতা

উত্তর জেলা বিএনপির সভায় গোলাম আকবর খোন্দকার

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির রাজনীতির একজন নিবেদিত প্রাণ এবং চট্টগ্রামের নেতাদের নেতা। আজীবন তিনি দল ও দেশের জন্য সংগ্রাম করে গেছেন। বিএনপির রাজনীতিতে আবদুল্লাহ আল নোমানের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো নেতার মৃত্যুতে দলের মধ্যে শূন্যতা সহজে পূরণ হবার নয়। তিনি গতকাল রোববার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় সর্বসম্মতি ক্রমে আগামী মে মাসে আবদুল্লাহ আল নোমানের শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

গোলাম আকবর খোন্দকার উক্ত শোকসভাকে সফল করার জন্য উত্তর জেলার ৭ উপজেলা ও ৯ পৌরসভা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কর্নেল আজিম উল্লাহ বাহার, অধ্যাপক আজম খান, অ্যাড. আবু তাহের, জসিম উদ্দিন শিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, শওকত আলী নূর, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, মাহবুব সাফা, আজিজুল হক চৌধুরী, ইউসুফ নিজামী, সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, মোবারক হোসেন কাঞ্চন, জহুরুল আলম জহুর, দিদারুল আলম মিয়াজী, আজমত আলী বাহাদুর, আলমগীর ঠাকুর, ডা. রফিকুল আলম, ইফতেখার উদ্দিন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত