সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের হাত ধরেই আমরা রাজনীতি শুরু করেছি। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন কিংবদন্তি রাজনীতিবিদ। আবদুল্লাহ আল নোমান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য এক নেতা। তিনি কেবল চট্টগ্রাম নয়, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক কিংবদন্তি পুরুষ। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি ছিলেন নেতাদের নেতা, আমাদের সবার অভিভাবক। তাঁর সঙ্গে যারা রাজনীতি করেছেন, তাদের বলতে চাই, নিজেদের অভিভাবক শূন্য মনে করবেন না। তিনি গতকাল বুধবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ইসালে সওয়াবের উদ্দেশ্যে জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আব্দুল্লাহ আল নোমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমেদুল হক। সাইদ আল নোমানকে উদ্দেশে করে মেয়র বলেন, তাঁর বাবার যারা নেতাকর্মী আছে, তাদের যেন সে ভুলে না যায়। আশা করছি, সে সবসময় নেতাকর্মীদের পাশে থাকবে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, নোমানপুত্র সাঈদ আল নোমান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মো. খান, আর ইউ চৌধুরী শাহিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।