আবদুর রহমান স্মৃতি সংসদের স্মরণসভা

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আবদুর রহমান স্মরণে আবদুর রহমান স্মৃতি সংসদচট্টগ্রামের উদ্যোগে স্মরণসভা গত ৯ সেপ্টেম্বর নগরীর পাথরঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আবদুর রহমান স্মৃতি সংসদের সভাপতি আওয়ামী লীগ নেতা আবু বক্করের সভাপত্বিতে ও যুবলীগ নেতা আফজাল হোসেন আজুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এড. মো. মহিবুল্লা চৌধুরী, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মো. আফছার উদ্দিন চৌধুরী, দীপক ভট্টাচার্য, মাস্টার জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। বিশেষ বক্তা ছিলেন মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শ.. ইব্রাহিম বাবুল, এমএ সালাম, মো. সালাউদ্দিন, দীলিপ কান্তি রুদ্র, ওমর ফারুক, প্রকাশ জৈন, এড. উজ্জ্বল দাশ, উত্তম দাশ, সাধন দাশ, মো. সোলেমান, সেকান্দার মিয়া, প্রদীপ সর্দার, সুফি দিদার, ইয়াসিন চৌধুরী, মাঈনুল আলম, মোস্তাকিম রাসেল, রায়হান হোসেন, শাওন দাশ, মো. খুরশেদ আলম, আহম্মেদ কবির, মুন্না মল্লিক, মো. আবু, হোসেন বাদশা, মো. ইদ্রিস, সুফি এনাম মো. সরওয়ার, মো. আবদুর রশীদ, তাপস দাশ, সুজিত তালুকদার মেম্বার, এমরুল করিম, মো. লিটন, তাজ মোহাম্মদ, সৌরভ দেওয়ানজী, আরিফ প্রমুখ। এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে কবর জেয়ারত, কবরে পুষ্পমাল্য অর্পণ, তেলাওয়াত, মিলাদ মাহফিল, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২’শ কৃষককে কৃষি উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধঘুমধুম সীমান্তে ১৫ বার্মিজ গরু আটক