আবদুর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা

স্মরণসভায় আ জ ম নাছির

| শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

আবদুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মরহুম আবদুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল শুক্রবার পাথরঘাটা রবীন্দ্র-নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক ভট্টাচার্যের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরহুম আবদুর রহমান ছিলেন একজন দক্ষ ত্যাগী নেতা। রাজনীতিতে তিনি আদর্শবান নেতা হিসেবে আজীবন তাঁর কর্মকাণ্ডে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবু মো. আফসার উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ফজলে আজিজ বাবুল, আনিসুর রহমান ইমন, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সালাম, জসিম উদ্দিন মাস্টার, আবু মো. রাশেদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে এমপি মোছলেম