আবদুর রহমান খান প্রেসিডেন্ট, ড. সেলিম ও মাহতাব ভাইস প্রেসিডেন্ট

আইসিএমএবি নির্বাচন

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

মো. আবদুর রহমান খান এফসিএমএ ২০২৩ সালের জন্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একই মেয়াদের জন্য সংগঠনটির নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ এবং মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ। নতুন সেক্রেটারী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. কাউসার আলম এফসিএমএ এবং মো. আখতারুজ্জামান এফসিএমএ। রাজধানীর আইসিএমএ ভবনে ইনস্টিটিউটের অষ্টাদশ কাউন্সিলের প্রথম সভায় তাদের নির্বাচিত করা হয়।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান ইতোপূর্বে আইসিএমএবি কাউন্সিলের সদস্য, কোষাধ্যক্ষ এবং সচিবের দায়িত্ব পালন করেছেন। নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন চবি হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত অপর ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বিল্ডকন কনসালটেন্সিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি ইউনিলিভার এবং আজিয়াটাসহ বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে চার আসামি আটক
পরবর্তী নিবন্ধএপিএ বাস্তবায়নে রূপালী ব্যাংক চট্টগ্রামের চতুর্থ স্থান অর্জন