আবদুর রশিদ ও হাজী রফিক আহমেদ দলের শুভ সূচনা

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে আবদুর রশিদ দল এবং হাজি রফিক আহমেদ দল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবদুর রশিদ দল ১৫ রানে আল্লামা মো. ইকবাল দলকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে হাজি রফিক আহমেদ দল ১০ উইকেটে আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী দলকে পরাজিত করে শুভ সুচনা করে। দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে আবদুর রশিদ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিখন ৪৭ বলে ৬০, ইফতেখার সাজ্জাদ ৪১ বলে করেন ৫০ রান। এছাড়া ২৩ রান করে সৌরভ। আল্লামা মো. ইকবাল দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মিরাজুল। জবাবে ব্যাট করতে নেমে আল্লামা মো. ইকবাল দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৪৬ বলে ৫২ রান করেন মিরাজুল। এছাড়া ২০ রান করেন মাইনুল হোসেন। আবদুর রশিদ দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন তানভীর সাদাত। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আবু নেওয়াজ লিখন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর তানভীর আহমেদ চৌধুরী। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাশেদ আজগর চৌধুরী দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৩ রান করে অল আউট হয়। দলের পক্ষে ৩০ রান করেন সাব্বির হোসেন। ১৬ রান করেন মাহবুবুল করিম। হাজি রফিক আহমদ দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তারেক আজিজ, শহিদুল ইসলাম এবং ওমর ফারুখ। জবাবে ব্যাট করতে নামা হাজি রফিক আহমদ দল ১৭ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রোকন ৪৭ এবং আল আমিন ৪৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের মো. রোকন। তার হাতে পুরষ্কার তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির সদস্য সচিব আবদুল হান্নান আকবর। বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোহা. শাহজাহান, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. শওকত হোছাইন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান মুরাদ বিপ্লব। এদিকে আজ ২৬ ফেব্রুয়ারির খেলার সময় পরিবর্তন করা হয়েছে। জালাল উদ্দীন আহমেদ বনাম ইউসুফ গণি চৌধুরী দলের খেলাটি সকাল ৯ টার পরিবর্তে দুপুর ১২ টায় এবং শহীদ শামশুল আবেদীন বনাম আবু জাফর দলের খেলাটি দুপুর ১ টার পরিবর্তে বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ইমার্জিং দল এবং আয়ারল্যান্ড উলভস দলের চারদিনের ম্যাচ শুরু আজ
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টে বাঁশখালী ফুটবল একাডেমী সেমিফাইনালে