আবদুর রশিদ এবং রাশেদ আজগর চৌধুরী একাদশের জয়লাভ

মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকালের দুটি খেলায় জয় পেয়েছে যথাক্রমে আবদুর রশিদ এবং রাশেদ আজগর চৌধুরী একাদশ। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত প্রথম খেলায় আবদুর রশিদ একাদশ ৭ উইকেটে হাজী রফিক আহমেদ একাদশকে পরাজিত করে। টসে জিতে আবদুর রশিদ একাদশ প্রথমে ব্যাট করতে পাঠায় হাজী রফিক আহমেদ একাদশকে। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোহাম্মদ রোকন ১২,ইরফান শুক্কুর ১০, মনিরুল ইসলাম ৩২,সালাউদ্দিন জুয়েল ৩৭ এবং শামসুদ্দিন বাপ্পী ২১ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। আবদুর রশিদ একাদশের তানভীর হোসেন ৩টি এবং আবু সালেহ তানভীর ২টি উইকেট লাভ করেন। জবাবে আবদুর রশিদ একাদশ ১৮.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে নেয়। দলের পিয়ার মো. সৌরভ ১০, আবু নেওয়াজ লিখন ১০ রান করে। আরাফাত মিথুন ৫৭ এবং রাকিবুল হাসান ৫৫ রান করে অপরাজিত থাকেন। হাজী রফিক আহমদ একাদশের তারেক আজিজ ২টি উইকেট লাভ করেন। বিজয়ী আবদুর রশিদ একাদশের আরাফাত খান মিথুন ৪৬ বলে অপরাজিত ৫৭ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তাকে ক্রেস্ট প্রদান করেন মাঠকর্মী মরহুম আবদুর রশিদের ছেলে মাসুদ রানা।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় আলহাজ্ব রাশেদ আজগর চৌধুরী একাদশ ৪ উইকেটে আল্লামা মো. ইকবাল একাদশকে পরাজিত করে। টসে জিতে আল্লামা মো. ইকবাল একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৬ রান করতে সমর্থ হয়। দলের আবুল হাশেম রাজা ১০, ফারদিন খান ২৬,আফসারুল করিম ১৩,মইনুল হোসেন ১৬,রায়হান আরাফাত ২২ এবং সাখাওয়াত হোসেন ১৪ রান করেন। অতিরিক্ত রান হয় ১৫। রাশেদ আজগর চৌধুরী একাদশের ইনজামামুল হক,মো. রুবেল,মনিরুল হক এবং ওমর ফারুক প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাবে রাশেদ আজগর চৌধুরী একাদশ ১৯.৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে জয় তুলে নেয়। দলের পক্ষে ওপেনার সাদিকুর রহমান ৪৯, মাহবুবুল করিম ২৬ এবং মনিরুল হক অপরাজিত ১৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১৪। আল্লামা মো. ইকবাল একাদশের মনজুরুল আলম ২টি উইকেট লাভ করেন। বিজয়ী রাশেদ আজগর চৌধুরী একাদশের সাদিকুর রহমান ব্যক্তিগত ৪২ বলে ৪৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তাকে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধজাহানারা বেগম স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন