আফ্রিদির ইনজুরি পিছিয়ে দিয়েছে পাকিস্তানকে : বাবর আজম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

এমনিতেই এবারের বিশ্বকাপে টস জয়টা অর্ধেক ম্যাচ জয়ের মত ছিল। কারন বেশিরভাগ দলই টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাতে সফলও হয়েছে। কারন পরে ব্যাট করা দল সুবিধা পায় বেশি। যেটা আরো একবার প্রমান হলো গতকাল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। বিশ্বকাপের ফাইনালে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল মাত্র ১৩৭ রান। এই লক্ষ্যে ভালো কিছু করতে হলে বোলারদের কাছ থেকে তাদের দরকার ছিল ভালো কিছুর। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে পাকিস্তানকে সেটা এনেও দিয়েছিলেন। বাকি বোলাররাও করছিলেন দারুণ। বিশেষত নাসিম শাহর গতিতে দিশেহারা ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। দুই ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট নেওয়া শাহিনের ওভার শেষের জন্য রেখে দিয়েছিলেন অধিনায়ক বাবর আজম। কিন্তু ১৩তম ওভারে মঈন আলির ক্যাচ ধরতে গিয়ে আঘাত পান শাহীন শাহ। পরে অবশ্য বোলিংয়ে এসেছিলেন শাহিন শাহ আফ্রিদি। তাও চিকিৎসা নিয়ে। কিন্তু ১৫তম ওভারে এক বল করার পরই ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আফ্রিদির ইনজুরি পাকিস্তানের জন্য যে বড় ক্ষতি করেছে, ম্যাচ শেষে অধিনায়ক বাবর আজমের কথায় স্পষ্ট হয়েছে তা। তার বিশ্বাস ম্যাচের ফল বদলে দিয়েছে শাহিনের ইনজুরি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেছেন, ইংল্যান্ডকে অভিনন্দন। আমাদের মনে হয়েছে এখানের সবাই আমাদের সমর্থন দিতে এসেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা। গত চার ম্যাচ ধরে দল যেভাবে এগিয়েছে তা ছিল এক কথায় অসাধারণ। আমি ছেলেদের বলেছি স্বাভাবিক খেলাটা খেলতে। একেবারে স্বাধীনতার সঙ্গে খেলতে। আমার মনে হয় এই ম্যাচে আমরা ২০ রান কম করেছি । তারপরও শেষ ওভার অবধি লড়াই করতে পারাটা ছিল এক রকম অবিশ্বাস্য। আমাদের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র শাহীন শাহ আফ্রিদি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাহিনের ইনজুরি ম্যাচের ফল বদলে দিয়েছে। যদিও এটা খেলারই অংশ।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতলেন স্যাম কারেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শেষ হলো ট্রেইল হাফ ম্যারাথন