আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তিনি। তবে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির সঙ্গে আলাপচারিতায় বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা। বর্তমানে বিপিএলে চিটাগাং কিংসের মেন্টর হিসেবে কাজ করছেন আফ্রিদি। তবে তামিম তাকে একদিন ডিনারের আমন্ত্রণ জানান। সেখানে ছিলেন ফরচুন বরিশালে খেলা শাহিন আফ্রিদি, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফও। খোশগল্পের সেই মুহূর্তে ফ্রেমে বন্দী করে আফ্রিদি তা পোস্ট করেন নিজের ইউটিউব চ্যানেলে। আলাপচারিতার এক পর্যায়ে আফ্রিদি তামিমকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি একদমই অবসরে চলে গেছেন?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে।’ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে অবসর নেন তামিম। এরপর ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। এখন ‘কারণ’ থাকলে ফিরতে চান, এমনটা আগে জানিয়েছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে তামিমের ফেরা নিয়ে কিছুদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।’ এদিকে আড্ডার একপর্যায়ে আফ্রিদির রাজনীতিতে আসার ইচ্ছা আছে কি না, তা জানতে চেয়েছিলেন তামিম। জবাবে আফ্রিদি বলেন, ‘তোমাদের অবস্থা যা দেখেছি, তাতে আর ইচ্ছা নেই।’