আফ্রিকা সিরিজে খেলতে যাবে সাকিব : পাপন

আজাদী অনলাইন | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ২:২৯ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান, বিসিবিতে জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানালেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও বললেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য তিনি অ্যাভেলেবল আছেন।

সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ বিসিবি বোর্ডে জরুরি বৈঠকে বসে পাপন ও এই ক্রিকেটার। যেখানে বিসিবির আরও কিছু উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সে বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন জাতীয় দলের সেরা এই অলরাউন্ডার। যদিও এর আগে সাকিবকে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি দিয়েছিল বিসিবি।

আজ জরুরি বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন। আগামীকাল রাতে দলের সঙ্গে যোগ দিতে রওনা হবেন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধ১৫ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক রুটিনে ক্লাস : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধকরোনা রোগী বাড়ছে চীনে