আফ্রিকা কাপ অব নেশনসে সেরা চারের টিকিট পেয়েছে মরক্কো, সেনেগাল, নাইজেরিয়া ও মিশর। ফাইনালের উঠার লড়াইয়ে মোহাম্মেদ সালাহর মিশরের বিপক্ষে লড়বে সাদিও মানের সেনেগাল। আর নাইজেরিয়ার মুখোমুখি হবে মরক্কো। ফাইনালের উঠার লড়াইয়ে আগামী ১৪ জানুয়ারি বুধবার রাত ১১টায় পরস্পরের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল ও মিশর। রাত ২টায় ফাইনালের টিকিট কাটতে মাঠে নামবে নাইজেরিয়া ও মরক্কো।












