আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী (৪৫) নামে বাঁশখালীর আরো একজনের মৃত্যু হয়েছে।
নিহত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পালেগ্রাম এলাকার বাসিন্দা।
তিনি আফ্রিকার মোজাম্বিকের ইয়াম্ভানী প্রদেশে ব্যবসা করতেন। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন আফ্রিকা প্রবাসী ও পরিবারের লোকজন।
জানা যায়, মোহাম্মদ আলী সেনাবাহিনীতে চাকরি থেকে অবসর নিয়ে আফ্রিকায় চলে যান। সেখানে ব্যবসা করতেন তিনি। বিগত কয়েকদিন থেকে তার জ্বর হওয়ায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়। প্রবাসে থাকাকালীন বিভিন্ন মসজিদ ও সামাজিক কাজে তিনি সার্বিক সহযোগিতা ও অনুদান প্রদান করতেন বলে জানান প্রবাসী শাহাজাদা আরাফাত।
এদিকে এর আগে গত ১৪ জানুয়ারি বাঁশখালীর গন্ডামারার হাজী শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ (৩৬) আফ্রিকার একই এলাকায় মৃত্যুবরণ করেন।