আফ্রিকার দক্ষিণাঞ্চলে ঝড়ে ৭০ জনের মৃত্যু

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিনটি দেশে গ্রীষ্মমন্ডলীয় ঝড় অ্যানার আঘাতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। ওই তিনটি দেশ হচ্ছেমাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। গত বৃহস্পতিবার আলজারিজার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। খবর বাংলানিউজের। এতে বলা হয়, ২৪ জানুয়ারি ওই তিনটি দেশে মৌসুমী ঝড় ‘অ্যানা’ আঘাত করে। এতে মাদাগাস্কারে ৪১ জন, মালাবিতে ১১ এবং মোজাম্বিকে ১৮ জন জনের মৃত্যু হয়। ঝড়ের পর উদ্ধারকর্মী, কর্তৃপক্ষ এখনও উদ্ধার কাজ চালাচ্ছে এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ বোঝার চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝড় জিম্বাবুয়েও আঘাত হানে তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঝড়ের প্রভাবে ওই তিনটি দেশেই হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে কিছু কিছু ঘরবাড়ি ভেঙে পড়লে তার নিচে বাসিন্দাদের আটকে পড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঝড়ের থেকে রক্ষা পেতে মাদাগাস্কারে ১ লাখ ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত জঙ্গিবিমান উদ্ধারে মরিয়া যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধপাকিস্তানে তল্লাশি চৌকিতে হামলায় ১০ সৈন্য নিহত