কর্মচারীদের প্রতিষ্ঠানের মালিক বানিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আফসার গ্রুপের চেয়ারম্যান সোমা নাসরীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনে গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।
দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, সোমা নাসরীন ও অন্যান্যদের বিরুদ্ধে বেতনভুক্ত কর্মচারীদের মালিক বানিয়ে এক্সিম ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের কিছু বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।