ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি এবং বেসিক ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৫৬ রানে সিসিএ গ্রিন কে পরাজিত করে। আগে ব্যাট করে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে সিসিএ গ্রিন সব উইকেট হারিয়ে ৫৮ রান তুলতে সমর্থ হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের জাওয়াদ। সে ৫৮ বলে ৫৪ রান করে। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করর্পোরেশন মেয়রের একান্ত সচিব মারউফুল হক চৌধুরী। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় বেসিক ক্রিকেট একাডেমি ৮ উইকেটে এস এস রেড ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। এস এস আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করে। জবাবে বেসিক ক্রিকেট একাডেমি ২ উইকেট ৩৮ রান তুলে নেয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় বেসিক ক্রিকেট একাডেমির মারুফ। সে ৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের একাউন্টন্স অফিসার আবদুস সালাম।